স্টেট ব্যঙ্ক গর্জি শাখায়  জালিয়াতি কান্ডে অবশেষে রহস্য উন্মোচন

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টারঃ  স্টেট ব্যঙ্কে গচ্ছিত অর্থ গায়েব কাণ্ডে অবশেষে পর্দা সরে গেলো। স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়ার উদয়পুর মাতাবাড়ি স্থিত গর্জি শাখায় গ্রাহকের টাকা জালিয়াতি কান্ডে বেড়িয়ে আসলো প্রকৃত রহস্য। রাজ্যে সাম্প্রতিক  অনলাইন প্রতারনা কাণ্ডে সত্তর লক্ষ টাকার রেশ না কাটতেই উদয়পুর মাতাবাড়ি এলাকার নিয়তি দে নামে স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়ার গর্জি শাখার  গ্রাহক অভিযোগ করেন ওনার চার  লক্ষ টাকার মাসিক আয় প্রকল্প থেকে ধাপে ধাপে তিয়াত্তর হাজার চারশো টাকা কে বা কাহার তুলে  নিয়েছে। তিনি ব্যঙ্ক কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের গোচরে আনার পর থানায়  অভিযোগ করেন প্রতারিত নিয়তি দে। পরের দিন আরকেপুর থানায় অভিযোগ মূলে বিষয়টি  সংবাদ মাধ্যমে  প্রকাশিত হতেই  ঘটনার মূল রহস্য উদঘাটনে আগরতলা থেকে  ঊর্ধ্বতন ব্যাংক  আধিকারিকরা  মাতারবাড়ি শাখায় ছুটে আসেন। এরপর তদন্ত ক্রমে দেখা যায় অভিযোগকারীনির ছেলে হারাধন দে এর এক নিকটাত্মীয় এটিএম কার্ডটি হাতিয়ে নিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এমআইএস একাউন্ট থেকে প্রতিনিয়ত সুদের অর্থ তুলে নিয়ে যেতো। এমনকি শেষে  এমআইএস একাউন্টটি ক্লোজ করে দেয়। আর এটা প্রকাশ্যে আসতেই চোখ কপালে নিয়তি দেবীর। আর এই বিষয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মাধ্যমে  ঘটনায় স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়ার গর্জি শাখা কোনও ভাবে জড়িত নয় বলে সাংবাদিকদের জানান। উনি এই ঘটনার জন্য ব্যাঙ্ককে জড়িয়ে যে মন্তব্য করেছিলেন তার ভুল স্বীকার করেছেন অভিযোগকারিণীর ছেলে হারাধন দে। জানা যায় হারাধন বাবুর নিকটাত্মীয় এক যুবক এই ঘটনায় জড়িত।

আরো পড়ুন