রাজ্যের উন্নয়ন থমকে গেছে উদয়পুরে সাংবাদিক সম্মেলনে-- সুবল

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টারঃ বৃহস্পতিবার উদয়পুরে জেলা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  রাজ্য কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক  বলেন রাজ্যে আইনের শাসন নেই ।  মানুষের কথা বলার অধিকার নেই । তিনি বলেন , সরকারের কাজের  বিরুদ্ধে মুখ খুললে  বিজেপি পরিচালিত  সরকার কর্তৃক  তাদের উপর শাস্তির খাড়া নেমে আসছে । এ রাজ্যে গনতন্ত্র বলতে  কিছু নেই। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ  ইতিমধ্যেই কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন। সুবল বাবু  এদিন সরকারের সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী ৫৬ টির মধ্যে নিজে  ৩২টি  দপ্তরের দায়িত্ব  নিয়ে রেখেছেন। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব  কিল্লায় ধর্ষিতা উপজাতি গৃহবধূর বাড়িতে গিয়ে তার  পরিবার পরিজনদের সাথে কথা বলেন।  এবং এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে  অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানান। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রকাশ দাস, রাজেশ্বর দেববর্মা, মিলন কর, শান্তি রঞ্জন কর্মকার, যুব নেতা প্রনজিৎ রায় সহ অন্যান্যরা।


আরো পড়ুন