ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল ইমরানের...পড়ুন
নিউজ ডেস্ক/ ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ  আবারও ভারতের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল ইমরানের। পাক  ছত্রছায়ায় থাকা মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমের মতো জঙ্গি নেতাদের ‘আন্তর্জাতিক জঙ্গি’-র তকমা দিয়েছে  রাষ্ট্রসংঘ। এবং তাদের  দেশে জঙ্গি কার্যকলাপের মোকাবিলা করার জন্য বারবার পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর পাল্টা হিসেবে রাষ্ট্রসংঘে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর কৌশল নেয় ইসলামাবাদ। আফগানিস্তানে থাকা বেশ কয়েকজন ভারতীয়কে জঙ্গি হিসেবে অভিযুক্ত করে পাক সরকার। রাষ্ট্রসংঘে এই বিষয়ে আবেদনও করে তারা। আর এই বিষয়ে পাকিস্তান পাশে পায় চিনকে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলির ভারতকে সমর্থন করায় পাকিস্তানের চাল কাজে আসেনি। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তানে বসবাসকারী অজয় মিস্ত্রি, রাঘবচারী পার্থসারথি, বি সুধাকর পেদিরেদলা, আপ্পাজি আঙ্গারা, বেণুমাধব ডোংরা ও গোবিন্দ পট্টনায়েক দুগিভালসা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদের ‘আন্তর্জাতিক জঙ্গি’-র হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। এই অভিযোগের পরে থেকেই নিখোঁজ সুধাকর। বাকিদের ফিরিয়ে এনেছে ভারত। নিরাপত্তা পরিষদের সামনে অভিযুক্ত পাঁচজনকে হাজির করে ভারত। তাঁরা বক্তব্য রাখেন। চিন পাকিস্তানের দাবি সমর্থন জানালেনও বাকিরা ভারতকেই সমর্থন জানায়। ফের একবার বিশ্বের দরবারে মুখ পোড়ে খান সাহেবের ও জঙ্গি  রাষ্ট্র  পাকিস্তানের । তবে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য দেশগুলি  আরেকবার পাশে থাকায় ধন্যবাদ  জানিয়েছে ভারত ।

আরো পড়ুন