কর্মসংস্থানের লক্ষে কাজ করছে সরকার- কিল্লা কমলা উৎসবে উপ-মুখ্যমন্ত্রী

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টারঃ  এবছর কিল্লা ব্লকের বড়মুড়ায় কমলা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয় ।   মঙ্গলবার  উৎসবের  উদ্ভোধন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন।    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রনজিৎ  সিংহ রায় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিধায়ক রামপদ জমাতিয়া । তাছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি  বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, গোমতি জেলা সভাধিপতি  স্বপন  অধিকারী ও রাজ্য হজ কমিটির চেয়ারম্যান  জসিম উদ্দিন প্রমুখ । এদিন  অনুষ্ঠান মঞ্চে প্রভাত রায় কলইকে শ্রেষ্ঠ কমলা চাষী হিসেবে  পুরুষ্কৃত করেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু  দেববর্মন। দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরষ্কৃত করা হয়  শিমসা কলই ও অম্পির মহিশা কলইকে ।  কমলা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ক্ষমতায় এসে হর্টিকালচারকে প্রাধান্য দিয়েছে।  রাজ্যের  সুস্বাদু  কমলাকে  গুরুত্ব দিয়ে  প্রয়োজনীয় উদ্যোগ সরকার নিয়েছে । এবং রাজ্যের  কমলা চাষিরা  এর সুবিধা পাচ্ছে ।  তিনি  বলেন  কৃষি,  মৎস, ফল ও ফুল চাষে গুরুত্ব প্রদান করা হচ্ছে।  যেহেতু শুধু সরকারি চাকরির উপর নির্ভর করে  বেকারী দূরীকরন করা সম্ভব নয় ।  তাই রাজ্য সরকার স্বনির্ভর করে  বেকার সমস্যা  সমাধানের  লক্ষে তিনটি উপায়ে এগুচ্ছে ।  এক সরকারি চাকরি,  দুই  শিল্পায়ন, তিন  আয়ের  উৎস বৃদ্ধি করা।  তবে  এডিসিতে  রাজ্য  সরকারের  উন্নয়নমূলক চিন্তাধারার  কোন গুরুত্ব দেওয়া  হচ্ছে না ।  আকার ইংগিতে এডিসিতে বাম জনপ্রতিনিধিদের সদিচ্ছার দিকে আঙ্গুল তুলেন তিনি ।  ফলে এখানে আশানুরূপ উন্নয়ন চোখে পড়ছেনা। এদিন পর্যটন মন্ত্রী  প্রনজিৎ  সিংহ রায় বলেন  কিল্লা ব্লকের অন্তর্গত ৩৫৪ টি প্রকৃত কৃষক  পরিবারকে পনের হাজার টাকা করে সরকারি  অনুদান  দেওয়া হয়েছে । কিন্তু অতীতে যাদের জমি নেই ওরা এই সুবিধাগুলি  ভোগ করেছেন ।  কৃষি  মন্ত্রী এদিন স্থানীয় চাষী ভাইদের  ভুট্টা চাষের উপর গুরুত্ব দিতে বলেন।  এবং সরকার সহয়োগিতা করবে বলেও আশ্বাস দেন ।  প্রাকৃতিক দুর্যোগে  ফসল হানি হলেও কৃষকের যাতে ক্ষতি না হয়  কিল্লা ব্লকের অধীন  ১৬৪২ জন কৃষককে   কৃষি বিমার আওতায় আনা হয়েছে বলে মন্ত্রী জানান ।  এবং কৃষকের কাছ  থেকে এফ সি আইয়ের মাধ্যমে  ২৬৪০০ মেট্রিকটন ধান  কিনেছে সরকার । এবং সংস্লিষ্ট এলাকার  ৭ হাজার  হেক্টর জমিতে চাষবাসের উদ্যোগ দফতর নেবে ।  কৃষিমন্ত্রী  এদিন ওর্গানিক কৃষির  উপর গুরুত্ব আরোপ করে বলেন  রাজ্য সরকার কৃষি ও কৃষকের উন্নয়ন এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আপ্রান চেষ্টা করছে। এদিন উদয়পুর সহ সংশ্লিষ্ট এলাকা থেকে কমলা উৎসবে  বহু লোকের সমাগম ঘটে। তবে গত বছরের তুলনায় জনসমাগম ছিল অনেকটাই কম।  

 

 

আরো পড়ুন