বলিপ্রথা বন্ধে হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি, জমাতিয়া হদার সাংবাদিক সম্মেলন

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টারঃ  'cruelty against animal' এই মর্মে মন্দিরে পশুবলির বিরুদ্ধে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয় ত্রিপুরা হাইকোর্টে।  মামলার দীর্ঘদিন বাদে সাম্প্রতিক ধর্মীয় স্থানে বলিপ্রথা নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেয়। তবে বিষয়টি  মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করায় ধন্যবাদ জানিয়ে সোমবার কিল্লাতে  সাংবাদিক সন্মেলন করলো জমাতিয়া হদা। এদিন  জমাতিয়া অক্রা হদার পক্ষে পদ্মলীলা জমাতিয়া বলেন  মহামান্য সুপ্রীম কোর্ট  রাজ্যের তীর্থস্থানে বলি নিষিদ্ধের যে স্থগিতাদেশ দিয়েছে তাতে খুশি জমাতিয়া  হদা। এদিন  বলি প্রথা জারি  রাখার পক্ষে সওয়াল করে সংবাদ মাধ্যমের সামনে জমাতিয়া হদার প্রবক্তা রত্ন সাধন জমাতিয়া বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন পদ্ম জমাতিয়াজমাতিয়া হদার  সাধারন সম্পাদক বিশ্বজিৎ জমাতিয়া ও সদস্য পুলীন্দ্র কুমার  জমাতিয়া প্রমুখ।  

আরো পড়ুন