কাকড়াবন ব্লকের দক্ষিন রানীতে  'বুড়াঘাট সোসিও কালচারেল ফেস্টিভ্যাল '

নিউজ ডেস্ক, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নঃ  এ বছর উদয়পুর কাকড়াবন ব্লকের অন্তর্গত  দক্ষিন রানীতে  'বুড়াঘাট সোসিও কালচারেল ফেস্টিভ্যাল ' অনুষ্টিত হয়।  মেলায় পরিবহন মন্ত্রী প্রনজিত সিংহ রায় এবং বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিশিষ্ট সমাজসেবী জিতেন্দ্র মজুমদার, অভিষেক  দেবরায় এবং মুড়াসিং ঊর্ধ্বতন  পরিষদের সদস্য সুনীল মুড়াসিং ও  রামগোপাল মুড়াসিং উপস্থিত ছিলেন । এদিন   মুড়াসিং মেলা কমিটির সদস্য পিন্টু মুড়াসিং বিস্তৃত তথ্য সহ  মেলার জনজাতি সহ সব সম্প্রদায়ের মিলন মেলার ইতিহাস এবং গুরুত্ব তুলে ধরেন । দিনভর ঘূর্ণ চক্রবাত  বুলবুলের তান্ডব থাকা সত্তেও  জনঢল  নেমে আসে। মন্ত্রী প্রনজিত সিংহ রায়  মেলার স্টলগুলি ঘুরে দেখেন । এবং বক্তব্য রাখতে গিয়ে পর্যটন দফতরের চিন্তা ভাবনা গুলি তুলে ধরেন । তাছাড়া এদিন  আলোচনা রাখেন কাকড়াবন ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুধীর মজুমদার, বিএসি চেয়ারম্যান  উপেন্দ্র জমাতিয়া।  বিধায়ক বিপ্লব ঘোষ।  "মুড়াসিং কাস্টমারি ল এন্ড জাস্টিস" এর মধ্যে এই সম্প্রদায়ের জন্ম- মৃত্যু- আইন-ধর্মীয় আচার- বলিপ্রথা ছাড়া একটি হিন্দু ধর্মের আংগিকে একটি সমাজ (এরা মাংস ভক্ষন করে না-বৈষ্ণব ধর্মাম্বলী)  এই আইন এডিসি প্রসাশনের নিকট পাশ হয়ে এখন ত্রিপুরা সরকারের কাছে পাশ করার জন্য জমা দেওয়া হয়েছে। এই আইনটি অতিদ্রুত পাশ করতে  মুড়াসিং হদা অক্রা নয়ন কুমার মুড়াসিং আবেদন রাখেন। সারারাত ব্যাপী মুড়াসিং সমাজের নাটক, বৈবাহিক নিয়ম সহ বিভিন্ন,নাচ গান,অভিনয় সারারাত চলে। দোকানীরাও খুব আগ্রহ সহকারে উপভোগ করে। মেলা মাঠ ছিল লোকে লোকারণ্য ।

আরো পড়ুন