বুলবুলে'র রেশ কাটতে না কাটতে এবার  বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে শুরু করছে  'নাকরি'

নিউজ ডেস্ক/ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ চক্রবাত ফিয়ারের পর' বুলবুলে' রেশ কাটতে না কাটতে এবার  বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে শুরু করছে 'নাকরি' দক্ষিণ চিন সাগরে সৃষ্টি হওয়া 'নাকরি' অভিমুখ এখনও বিপদ সংকেত দিয়ে চলেছে ভারতীয় উপকূলগুলিকে আবাহাওয়া দফতর সেই 'নাকরি' বর্তমান অবস্থান জানিয়ে সতর্কতা জারি করল তবে 'নাকরি' কবে নাগাদ আছড়ে পড়তে পারে  তা স্পষ্ট করে জানাননি আবহবিদরা মায়ানমারের পর ফের একবার বঙ্গোপসাগরের ওপরে আসবে এই ঘূর্ণিঝড় আবহাওয়াবিদদের আশঙ্কা এখানেই বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্ণাবর্ত আর তা যদি হয়, তবে ফের বিপদ ঘনাবে ভারতের দক্ষিণভাগে 'নাকরি' মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ওডিশা কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারত ঢুকবে, সে সম্পর্কে কোনও তথ্য এই মুহূর্তে জানা যায়নি

আরো পড়ুন