শব্দের চেয়ে বিশ গুণ গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক মিসাইল

নিউজ ডেস্ক/ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে রাশিয়া । শব্দের চেয়ে বিশ গুণ গতিতে চলতে সক্ষম এই  অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় মোতায়েনের স্থান জানানো হয়নি। তবে এর আগে দেয়া ইঙ্গিত থেকে ধারণা করা হচ্ছে, এটি উরাল অঞ্চলে স্থাপন করা হয়েছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলগুলো শব্দের চেয়ে বিশগুণ গতিতে ছুটতে পারবে এবং রাশিয়াকে অন্যান্য দেশের চেয়ে সামনে এগিয়ে নিয়েছে।এসব মিসাইলে গাইড সিস্টেম থাকছে যা এগুলোর চলার সক্ষমতা বাড়িয়ে দেবে এবং প্রতিরোধ করা অসম্ভব করে তুলবে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, অ্যাভনগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল নামের এই প্রযুক্তি ২৭ শে ডিসেম্বর মস্কোতে চালু করা হয়।

আরো পড়ুন