উদয়পুরে করোনা সংকট মুহূর্তে বাজারগুলোতে অত্যধিক সচেতনতা অবলম্বন সহ একগুচ্ছ ইস্যুতে ব্যবসায়ীদের সঙ্গে বসলেন পুর পিতা।।

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টারঃ

করোনা পরিস্থিতিতে  সচেতনতা অবলম্বন এবং শহরে অবৈধ পার্কিং শৌচাগার সমস্যা বিষয়ে পুর এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে  এক  জরুরী আলোচনা সভা আহ্বান করেন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার।  উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান অনুপম চৌধুরী এবং বাজার ব্যবসায়ী সংগঠনের পক্ষে নন্দন রায়, নিলাদ্রী পোদ্দার,তপন রায় প্রমুখ। এদিন আলোচনা রাখতে গিয়ে চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার বলেন উদয়পুর পুর এলাকায় এই পর্যন্ত ১৫টি কনটেনমেন্ট জোন ইতিমধ্যে হয়ে গেছে। ফলে গোটা উদয়পুর পুর এলাকায় করোনা জনিত ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের আরও অতিরিক্ত সচেতনতা, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করার দিকে ব্যবসায়ীরা যেন আরো বেশি করে গুরুত্বারোপ করেন তার জন্য তিনি আহ্বান করেন। অপ্রয়োজনে শহরে ভিড় যেন না করেন সাধারন জনগনের প্রতিও তিনি আহ্বান রাখেন। তাছাড়া নিজেদের উদ্যোগে বাজারের সময়-কাল আলোচনাক্রমে কমিয়ে আনার বিষয়টিও উঠে আসে। এবং কন্টেনমেন্ট জোনে আটকে পড়ায় বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলতে পারছেন না। স্বাভাবিক কারণেই আর্থিক সমস্যায় ভুগছেন তারা। উদয়পুর ব্যবসায়ী সংগঠনকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন রাখেন পুর পিতা। বাজারে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নিবন্ধীকরণ এবং সময়মতো নবীকরণ পুর পরিষদের দোকানভিট এবং লেকসিটি কমপ্লেক্সের অনাদায়ী ভাড়া সঠিক সময়ে পরিশোধ করার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি আবেদন জানিয়েছেন। তিনি বলেন পুর এলাকায় ৩৮ হাজার পরিবারের বসবাস। তাদের  এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত করের টাকা উদয়পুর পুর পরিষদের আয়ের প্রধান উৎস। তা থেকেই  উন্নয়নমূলক কর্মসূচি করে থাকে পুর পরিষদ। সেই অর্থ যদি জনগণ এবং ব্যবসায়ীরা সঠিক সময়ে প্রদান না করেন তাহলে পুর এলাকা এবং বাজারের উন্নয়ন সম্ভব কিনা তিনি প্রশ্ন রাখেন। তিনি বলেন এমন অনেক ব্যবসায়ী রয়েছেন গত ৭ থেকে ৮ বছর ধরে ট্রেড লাইসেন্স পুনরায় নবীকরণ করেননি। ফলে করোনাকালে সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ব্যবসায়ীদের সাহায্য রাশি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। এবং আগামী দিনে সরকারের তরফ থেকে ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স জরুরী। বিগত দিনে উদয়পুর লেইকসিটি কমপ্লেক্সে একই পরিবারের নামে তিনটি চারটি করে দোকান ভিটি নথিভুক্ত করা হয়েছিল। তিনি বলেন লেইক সিটি কমপ্লেক্স বাণিজ্যিক প্রতিষ্ঠানে হওয়া সত্ত্বেও এখানে ব্যবসায়ীরা অনেকেই তাদের দোকান ভিটি গোডাউন হিসেবে ব্যবহার করছেন। প্রকৃত বেকারদের কে বঞ্চিত করা হচ্ছে যা গর্হিত অপরাধ। উদয়পুর পুর পরিষদ ইতিমধ্যে এ বিষয়গুলোতে পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেবে বলে জানান। এবং অনেক ব্যবসায়ী রয়েছেন আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও ওনাদের হাজার হাজার টাকা পর্যন্ত ভাড়া বকেয়া রয়েছে। ইতিমধ্যে পরিশোধ না করলে পুর পরিষদ কঠোর হতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পুর পিতা। ব্যবসায়ীরাও এদিন তাদের সমস্যাগুলো পুর পিতার সামনে তুলে ধরেন।  বাজারে দকান খোলা রাখার সময়কাল কমিয়ে আনার বিষয়টিও ওঠে আসে।

আরো পড়ুন