বনধকে ঘিরে গোমতী জেলা পুলিশ সুপারের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ।

ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ  

 সোমবার  কংগ্রেসের   ডাকা ১২ ঘণ্টার বনধকে ঘিরে গোমতী জেলা পুলিশ সুপারের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ এনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এস পি খোদ কংগ্রেসের হয়ে দোকান বন্ধ রাখতে পথে নামেন এমনটাই অভিযোগ। এদিকে আকস্মিক পুলিশ সুপার বি জে পি কর্মীদের পিকেটিং করা অবস্থায় এরেস্ট করার নির্দেশ দেন। বিজেপির আরকেপুর মন্ডল সম্পাদক দেবাশীষ বর্মন এবং আর কে পুর যুব মোর্চার নেতৃত্ব অজিত পোদ্দারকে পরিস্থিতি অশান্ত করার অভিযোগে থানায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এসপি লাকি চৌহান। বিজেপি কর্মীরা প্রশ্ন তুলে এসপি কিভাবে দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করতে পারেন। আরকেপুর বিজেপি মন্ডল সম্পাদক দেবাশীষ বর্মনের বক্তব্য অনুযায়ী বিজেপির গুন্ডা আখ্যা দিয়ে তাদের থানায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এস পি লাকি চৌহান। এবং যথারীতি  পুলিশ তাদের ধরে নিয়ে থানায় আটক করে রাখে। এই ঘটনার খবর পেয়ে কয়েকশো বিজেপি কর্মী আর কে পুর থানা ঘেরাও করে এসপি লাকি চৌহান হায় হায় স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও শাসক দলের  কর্মীদের চাপে দেবাশিস ও অজিত দুজনকেই ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ । 

আরো পড়ুন