ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অন্ড অ্যাক্টিভিস্ট  ও রিফর্মিস্ট সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ।।

ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ  পরিবেশ রক্ষায়  ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অন্ড অ্যাক্টিভিস্ট  সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছে দেশব্যাপী ২০ লক্ষ চারা গাছ রোপণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই মহতী কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছে রিফর্মিস্ট সোসাইটি এবং তার সদস্যরা এই  কর্মসূচির অঙ্গ হিসেবে  ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলার সাথে গোমতী জেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচি চারা গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয় উদয়পুর ভাঙ্গারপার স্থিত রিফর্মিস্ট সোসাইটির কার্যালয়ে সোমবার  বিকেলে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং এলাকাবাসীদের মধ্যে বিভিন্ন বৃক্ষরাজি, ফল, ফুল ঔষুধি চারাগাছ বিতরণ করা হয় নিফার গোমতী জেলাভিত্তিক এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে রিফর্মিস্ট সোসাইটি, সংকল্প যুব বিকাশ কেন্দ্র নামে এনজিও রিফর্মিস্ট সোসাইটির সম্পাদক রত্নদ্বীপ রায় জানান,  বৃক্ষরোপন  গাছের চারা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক  প্রদীপ কুমার শুক্ল দাস, ফুটবলার অমৃত মিয়া, সংকল্প এর সম্পাদক কৌশিক নারায়ণ দত্ত সহ রিফর্মিস্ট সোসাইটির অন্যান্য সদস্যরা

আরো পড়ুন