চন্দ্রপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে বিজেপি নেতৃত্ব।।

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টারঃ  

রবিবার রাতে উদয়পুর  চন্দ্রপুর   আশ্রম কলোনী এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন  হয়ে যাওয়া  বিজেপি কর্মী রাকেশ শর্মার বাড়িতে গেলেন  ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত এবং বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায়, মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী। রবিবার   নিহত রাকেশ শর্মার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এদিন  রাজ্য সম্পাদিকা  পাপিয়া দত্ত দোষীদের আইনানুগ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাছাড়া  আগামী দিনে দল নিহত রাকেশ শর্মার পরিবারের পাশে দাঁড়াবে এমনটাই প্রতিশ্রুতি দেন রাজ্য  বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। জেলা সভাপতি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  প্রশ্ন তুলেন রাকেশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদের নাম উঠে আসছে তারা বাম আমলের শেষের দিকে  বাংলাদেশ থেকে উঠে এসে অল্প কয়েকদিনের মধ্যেই নাগরিকত্ব সংশ্লিষ্ট  প্রয়োজনীয় নথিপত্র অবৈধভাবে জোগাড় করে  সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা হাতিয়ে নিয়েছে। তাছাড়া তিনি অভিযোগ করেন রাজ্যে বিজেপি দল ক্ষমতাধীন থাকা সত্ত্বেও সিপিএমের হার্মাদদের হাতে অকালে প্রাণ যাচ্ছে বিজেপির নেতা কর্মীর। তবে দল রাকেশের অকাল মৃত্যুতে পরিবারের এই দুঃসময়ে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য নিহত রাকেশ শর্মার  ছয় মাসের একটি  কন্যা সন্তান রয়েছে।  মাত্র ২৭ বছর বয়সে দুষ্কৃতীদের হাতে  নিশংসভাবে খুন হতে হয়েছে রাকেশকে। ছেলের মৃত্যুতে  পরিবার-পরিজন শোকে বিহ্বল। 

আরো পড়ুন