দেওয়ালি মেলাকে কেন্দ্র করে উদয়পুরে প্রশাসনিক বৈঠক।

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার: 

এই বছর দেওয়ালি মেলাকে কেন্দ্র করে বুধবার উদয়পুরে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।‌ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক গন। তবে এইদিনের ম্যরাথন বৈঠকে দেওয়ালি মেলা নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া গেলেও মেলা শব্দটির সঙ্গে জুড়ে থাকা জনজমায়েতের বিপক্ষেই ছিলেন উপস্থিত সকলে। এবছর মেলার বিকল্প কিছু একটার দিকেই ঝুঁকছে প্রশাসন এটা মোটামুটি নিশ্চিত। শাস্ত্রমতে মায়ের পূজা সম্পন্ন করে পূণ্যার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। এবং মায়ের পুজো লাইভ সম্প্রসারণ এর পক্ষে মত দিয়েছেন উপস্থিত আধিকারিক গন। এককথায় এবছর মেলার বিপক্ষে জেলাশাসক তরুণ কান্তি দেবনাথ থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসনের আধিকারিক গন। তবে বৃহস্পতিবার চিফ সেক্রেটারি সঙ্গে গোমতী জেলা শাসক ডক্টর টি কে দেবনাথ এবং পুলিশ সুপার লাকি চৌহানের দীপাবলি মেলা বিষয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। চিফ সেক্রেটারির সঙ্গে বুধবারের বৈঠকের আলোচনা ও আধিকারিকগনের মতামত সহ গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে। বুধবার এই প্রশাসনিক বৈঠক এ উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বাগমা বিধায়ক রামপদ জমাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, পুলিশ সুপার লাকি চৌহান, মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, এসডিপিও ধ্রুব নাথ প্রমুখ।

আরো পড়ুন