অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে নতুন ভবনের শুভ দ্বার উন্মোচন।। ্

উদয়পুর ছনবনে টিএসসিসিএফ এর নতুন অফিস উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।। 
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ রিপোর্টার/ উদয়পুর:
বুধবার  ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ  কনজিওমার্স ফেডারেশন লিমিটেড এর উদয়পুরে  নবনির্মিত অফিস ভবনের শুভ দ্বার উন্মোচন করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। 
৬৫ বছর ধরে এই সংস্থা কাজ করছে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিওমার্স ফেডারেশন লিমিটেডের  মুখ্য কার্যনির্বাহী আধিকারিক । 
টিএসসিসিএফ এর ছনবন স্থিত নিজস্ব জায়গায় আইতরমা অফিস বাড়ির উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে  বক্তব্য রাখতে গিয়ে  এখানে নতুন করে একটি পেট্রোল পাম্প স্থাপন করা হবে বলে জানান ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিওমার্স ফেডারেশন লিমিটেডের যুগ্ম নিয়ামক  নিখিল রঞ্জন চক্রবর্তী।।
এদিন প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন  বর্তমান সরকারের আন্তরিকতা এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিওমার্স ফেডারেশন লিমিটেডের কর্মী আধিকারিকদের প্রয়াসে 
একটি মৃতপ্রায় সংস্থার মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছে। উদয়পুরে এতদিন জায়গা থেকেও নিজস্ব অফিস বাড়ি ছিলো না।  অর্থমন্ত্রী  প্রনজিৎ সিংহ রায় বলেন একটি সরকারি অনুষ্ঠানে এসে রাজনৈতিক সমালোচনা করতে না চাইলেও বিগত দীর্ঘ বছরে এই  স্টেট কনজিওমার্স কোঅপারেটিভ সোসাইটির ইতিহাস থেকে স্পষ্ট বিগত সরকার  এদিকে কোন ধ্যান দেয়নি। ল্যাম্প প্যাক্সগুলো অধিকাংশ ছিল নিষ্ক্রিয়। এই সংস্থার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বে থেকে নিজেদের স্বার্থে নিজেদের পকেট স্ফীত করতে  তা ব্যবহার করা হয়েছে। ২০১৮ সালে নতুন সরকার গঠনের পর দেখা গেছে   ৪০৩২ টি ল্যাম্প  প্যাক্স এর মধ্যে মাত্র ১২০০ টি সক্রিয় ছিল।  এগুলি  তখন সাধারণ মানুষের কোন কাজেই আসেনি ‌। একটা সময় কর্মচারীদের বেতন দেওয়া যেত না সরকারি অর্থের অপচয় করে আইতরমার ঝাপ বন্ধ করে দেয়া হয়েছিলো। এখন এই সংস্থা মাথা তুলে দাড়াচ্ছে। সংস্থার চেয়ারম্যান মানিকবাবু বলেন এই ছনবন এলাকায় যেখানে অফিস বিল্ডিংটি তৈরি করা হয়েছে সেখানে আগামী দিনে একটি পেট্রোল পাম্প তৈরি করা হবে। তাতে স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজের সংস্থান হবে।

আরো পড়ুন