জি টোয়েন্টি সামিট। দু'দিন ব্যাপী বিজ্ঞান সেমিনার শুরু।।

Tripura Public opinion News: আগরতলায় আজ থেকে শুরু  দু’দিনব্যাপী জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন৷  প্রথম রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন৷ বিজ্ঞান  থিম হচ্ছে ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার ৷ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা ।।

প্রাঙ্গণের ইণ্ডোর হলে দু’দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে জি-২০-র ভারতীয় প্রতিনিধি অধ্যাপক নরিন্দার মেহেরা বলেন, ত্রিপুরার আতিথেয়তা তার হৃদয়কে স্পর্শ করেছে৷ তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গোটা পৃথিবীকে আরও বেশি সবুজায়ন করে গড়ে তোলার ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে হবে৷ নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে৷ এই ধরনের শীর্ষ সম্মেলনের সুুযোগ যথাযথভাবে কাজে লাগানোর জন্য সবাইকে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷

আরো পড়ুন