ত্রিপুরা থেকে কক্সবাজার আরো কাছে!!

TRIPURA PUBLIC OPINION NEWS:  এবার  জল - স্থল - আকাশ পথে  ত্রিপুরার সঙ্গে জুড়ে যাচ্ছে বাংলাদেশ!!   সাবরুম থেকে কক্সবাজার সমুদ্র সৈকত আর কত দূরে? আগরতলা -ঢাকা - চট্রগ্রামের দূরত্ব কতটা কমলো?   আগরতলা - কলকাতা রেল  কবে থেকে শুরু হচ্ছে? 

ত্রিপুরার সঙ্গে  জল স্থল এবং বিমানপথেও যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে শেখ হাসিনার সরকার।
এবার ত্রিপুরার সীমান্ত দিয়ে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে বাংলাদেশ।  আখাউড়া দিয়ে রেল যোগাযোগ দ্রুত চালু করতে চাইছে বাংলাদেশ। 
একইসঙ্গে ত্রিপুরার সঙ্গে স্থল এবং বিমানপথেও যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে শেখ হাসিনার সরকার। চিকিৎসার জন্য বাংলাদেশের বহু মানুষ আসেন কলকাতার নামকরা হাসপাতালে এবং হায়দ্রাবাদে বিশ্বমানের হাসপাতাল এআইজিতে। 
এবার গুয়াহাটিতেও চালু করা হচ্ছে এইমস।  সেখান থেকে অনেক উন্নতমানের চিকিৎসা পাবেন উত্তরপূর্ব ভারতের বাসিন্দারা। দিল্লিও চাইছে এই সুবিধা গ্রহণ করুক বাংলাদেশ। আগরতলার সঙ্গে বাংলাদেশের ট্রেন চলাচল শুরু হলেই সহজে গুয়াহাটি আসতে পারবেন বাংলাদেশের বাসিন্দারা।
মনে করা হচ্ছে চলতি বছরেই ছুটবে আগরতলা টু কলকাতা ট্রেন।
পাশাপাশি কক্সবাজার এলাকায় তৈরি করা হচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। ত্রিপুরার সাব্রুম থেকে ওই এলাকা মাত্র ৮০ কিলোমিটার দূরে।  
 তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে কয়েকগুণ!
উত্তরপূর্ব উন্নয়ন দফতরের মন্ত্রী জি কিশান রেড্ডি দুদিনের ত্রিপুরা সফরে এসে তিনি ঘুরে দেখেন নিশ্চিন্তাপুর রেলস্টেশন। এই স্টেশনের মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা ট্রেন ঢুকবে ত্রিপুরায়।   বাংলাদেশে যে জমি অধিগ্রহণ  সমস্যা আছে তা মিটে গেলে ২০২৩ অথবা ২৪  লোকসভা নির্বাচনের পূর্বে  নিশ্চিত আগরতলা -  বাংলাদেশ টু কলকাতা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।
আগরতলা থেকে মাত্র ৩ ঘন্টায় ঢাকা এবং  ৮  থেকে ১০ ঘন্টায় কলকাতা পৌঁছা সম্ভব। 

আরো পড়ুন