দশকের জনপ্রিয় তরুণী মালালা
নিউজ ডেস্ক/ত্রিপুরা পাবলিক ওপিনিওনঃ দশকের জনপ্রিয় তরুণী হিসেবে পুরস্কৃত হতে চলেছেন মালালা ইয়ুসুফজাই। তিনি কনিষ্ঠতম নোবেল প্রাপকও। নারী শিক্ষা, মানবাধিকার, কাশ্মীরে শরণার্থী সমস্যা ইস্যুতে বার বার মুখ খুলেছেন মালালা। ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা প্রত্যাহার এবং কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। কাশ্মিরের শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিদূত মালালা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কাশ্মির সংকটের রক্তপাতহীন সমাধান চেয়েছেন। এবার চলতি দশকের সবচেয়ে জনপ্রিয় তরুণী হিসেবে নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীতে ইতিবাচক ভূমিকা রাখায় তাকে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষ রাখা হয়েছে। গত ২৩ ডিসেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যেসব ভূমিকা নিয়েছেন, এতে তার ধারে-কাছেও কেউ নেই।এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালাল ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে ওঠেন। ২০১৪ সালে শান্তিতে নোবেল ছাড়াও বেশকিছু বিখ্যাত পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই। নারী শিক্ষাকে এগিয়ে নিতে ২০১৭ সালে তাকে শান্তিদূত নির্বাচিত করে জাতিসংঘ।