উদয়পুর প্রেস ক্লাব ও গোমতি জেলা প্রশাসনের  যৌথ উদ্যোগে পুলিশ সপ্তাহ উদযাপন

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টার/উদয়পুর:  উদয়পুর প্রেস ক্লাব গোমতী জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পুলিশ সপ্তাহ  উদযাপন করা হয়। রবিবার এই উপলক্ষে  রাজর্ষি কলাক্ষেত্রে সচেতনতামূলক  সেমিনার অনুষ্ঠিত হয় এদিন সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল। প্রদীপ প্রজ্বলন করে সেমিনারের  উদ্ভোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সভাপতিত্ব করেন  উদয়পুর  প্রেস ক্লাবের সভাপতি অপুরাম সরকার তাছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব নাগ, ডিএসপি অরিন্দম রিয়াং, পুলিশ আধিকারিক প্রনব সেনগুপ্ত প্রমুখ এদিন অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক দিলীপ দত্ত  পুলিশ সপ্তাহ উদযাপনের গুরুত্ব বৃদ্ধ পিতামাতার ভরনপোষন নিয়ে আলোচনা করেন প্রবীন পুলিশ আধিকারিক প্রনব সেনগুপ্ত এদিন পুলিশ আধিকারিক  অরিন্দম রিয়াং আলোচনা রাখতে গিয়ে পুলিশ ও জনগণ একযোগে কাজ করলে অপরাধ দমন সহজ হবে বলে আশা ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রাজিব নাগ সামাজিক মাধ্যমের অপব্যবহার করে ফেক নিউজ ভাইরালের মাধ্যমে  হিংসা ছড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই প্রবনতা  দিন দিন বাড়ছে এবং এর ফলে বাড়ছে হিংসার ঘটনা এমনি মত ব্যক্ত করেন তিনি। এদিন শিক্ষক  তথা উদয়পুর প্রেস ক্লাবের সদস্য ভাস্কর নন্দন সরকার স্যোসাল  মিডিয়ার সুফল ও কুফল নিয়ে উপস্থিত ছাত্র ছাত্রীদের সঙ্গে  মতবিনিময় করেন

আরো পড়ুন