কাকড়াবনে শুরু আন্তর্জাতিক নাট্য উৎসব

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টার: কাকড়াবন কমিউনিটি হলে ১১ থেকে ১৪ জানুয়ারি এই চারদিন ব্যাপী আন্তর্জাতিক  নাট্যউৎসবের সূচনা হলো । দেশবন্ধু সংঘ ও অভিমুখের যৌথ উদ্যোগে শনিবার থেকে শুরু হল নাট্য উৎসবের। এই নাট্য সৃজন ৪'র উদ্ভোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। শুরুতে স্বাগত ভাষন রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ সরকার । এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন পরিবহণ ও কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তাছাড়া ছিলেন সমাজসেবী জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, মৃদুল দেবরায় প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক কাকড়াবনে আন্তর্জাতিক নাট্যউৎসবের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।  তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আগত শিল্পীদের নাট্য ভাবধারার আদান প্রদানের মাধ্যমে  প্রতিবেশী দেশের সংগে সম্পর্ক মজবুত হবে। পর্যটন, পরিবহন ও  কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন  নাটকের মাধ্যমে  জীবনের  একঘেয়েমি দূর করে মনে আনন্দ আনে । সে সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরা যায় নাটকের মাধ্যমে ।  তাই নাটকের   গুরুত্ব ব্যক্তি ও সমাজ জীবনে অপরিসীম। প্রথম দিন বাংলাদেশের বরিশাল শব্দাবলী গ্রুপের শিল্পীরা রহমান পলাশের নির্দেশনায় পরিবেশন করে  ‘ডিজায়ার আন্ডার দ্য এলারমস’ নামের নাটকখানা।  

আরো পড়ুন