করোনা ভারতেও সেঞ্চুরির দিকে এগুচ্ছে.. পড়ুন
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন ডেস্ক : শুক্রবার সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ভারতে ৮১ টি করোনা ভাইরাস পজিটিভ রুগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ইতালিয়ান ১৬, কানাডিয়ান ১ জন । একজন ৭৬ বর্ষীয়ান ভারতীয় গত মঙ্গলবার রাতে  করোনা ভাইরাসের বলি হয়েছেন বলে খবর । ইতিমধ্যে নয়ডায় একজন বেসরকারী কোম্পানির কর্মী সদ্য চীন ও ফ্রান্স থেকে ঘুরে এসেছেন ওই ব্যক্তির শরীরেও করোনা সংক্রমন পাওয়া গেছে । গোটা পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া  দিল্লিতে আই পি এল নিষিদ্ধ করার কথা বলেছেন । করোনার দাপটে তটস্থ চীন, ইরান, ইতালি,  ফ্রান্স, ভারত সহ বিশ্বের বহু দেশ । কোটি কোটি মানুষ করোনার ভয়ে গৃহবন্দী হয়ে পড়েছেন । অর্থনীতির চাকা শ্লথ হয়ে গেছে । এপর্যন্ত এক লক্ষের বেশি মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা গেছে । ভয়াবহ এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন মহামারী ঘোষনা করেছে। তবে সচেতনতা আর পরিবেশগত কারনে সংক্রমণ বিস্তার না ঘটলে পরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে পারে এবং করোনা নামক এই মারন ভাইরাস একেবারে ধ্বংস হতে পারে।    

আরো পড়ুন