মহিলা ধর্ষণের ঘটনা এবং বনদপ্তর কর্তৃক উচ্ছেদের নোটিশের জেরে আর কে পুর থানা ঘেরাও।
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার:
রাইয়্যাবাড়ী মুসলিম পাড়ার সংখ্যালঘু মহিলা ধর্ষণের ঘটনা এবং বনদপ্তর কর্তৃক উচ্ছেদের নোটিশের জেরে আর কে পুর থানা ঘেরাও করা হয় বুধবার। জানা গেছে আজ থেকে কুড়ি বছর আগে উগ্রপন্থী সমস্যায় জর্জরিত এই পরিবারগুলিকে বনদপ্তর এবং জেলা প্রশাসনের নির্দেশে স্থায়ীভাবে দপ্তরের খাস ভূমিতে বসবাসের অনুমতি প্রদান করা হয়েছিল। এবং বসতবাড়ির জন্য ভূমি দেওয়ার পর বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে রাস্তা সবকিছুর সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছিল তখন। কিন্তু সাম্প্রতিক বনদপ্তর থেকে সরকারি খাস জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ ঘিরে স্থানীয়দের মধ্যে বসতভিটা হারাবার আতঙ্ক বিরাজ করছে। যদিও এই বিষয়ে স্থানীয় ৪৮ টি পরিবার কোর্টের দ্বারস্থ হলে আপাতত  বনদপ্তরের প্রদত্ত নির্দেশকে স্থগিতাদেশ জারি করেছে আদালত।
 

আরো পড়ুন