কিল্লা মর্নিং ক্লাবের উদ্যোগে প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ।
 ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার:
এবারও শুরু কিল্লা মর্নিং ক্লাবের উদ্যোগে প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট । মঙ্গলবার  কিক অফ্ করে একমাস ব্যাপী এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন এমডিসি জয় কিশোর জমাতিয়া, ওটিপিসি ডিজিএম তাপস ভৌমিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে  হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন, খেলাধুলা বিশেষ করে ফুটবল খেলা একদিকে যেমন শরীরকে ফিট রাখতে সাহায্য করে তেমনি মানুষকে প্রচন্ড আনন্দ দিতে সহায়তা করে। তিনি বলেন কিল্লা বহু বছর আগে থেকেই ফুটবল খেলায় রাজ্যের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। এখানকার মেয়েরা রাজ্য মহিলা ফুটবল দলের নেতৃত্ব দিয়েছেন।কিল্লার এই মাঠকে আরও উন্নত করার জন্য তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। তাছাড়া কিল্লা মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি রাত্রিতে অনুষ্ঠিত হয় । রাত্রিবেলা খেলার জন্য যথেষ্ট পরিমান আলোর ব্যবস্থা করতে তিনি ওটিপিসি ডিজিএমকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। এই সুন্দর এবং সুশৃংখল একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য মন্ত্রী মহোদয় কিল্লা মর্নিং ক্লাবকে এবং ক্লাবের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রাম পদ জমাতিয়া । তিনিও ক্লাব কর্তৃপক্ষকে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ফুটবল মাঠ কে আরও সুন্দর এবং উন্নত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করেন।
 

আরো পড়ুন