শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী।

ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী।

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টার ঃ 

ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে রবিবার  আট শতাধিক শীতবস্ত্র প্রদান করা হয়। এদিন প্রথমে  কিল্লা ব্লকের অধীন সাইমুড়া কমিউনিটি হলে দুঃস্থ পরিবারদের  মধ্যে শীতবস্ত্র বিতরণের মূল অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক তথা সদর এসডিএম অসীম সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মন  ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশনের  শীতবস্ত্র প্রদান সহ জনকল্যাণকর নানা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার  মূল বক্তব্য  হচ্ছে জনগণের সমস্যা সমাধানে এবং তাদের সমস্যার কথা শুনতে তাদের কাছে পৌঁছে যাওয়া । তিনি বলেন সমাজের সবচেয়ে পিছিয়ে যাওয়া ব্যক্তিকে টেনে সামনে নিয়ে আসতে হবে। এটাই বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।  পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের  কথা উল্লেখ করেন । তিনি মহাত্মা গান্ধীর উক্তির প্রসঙ্গ টেনে বলেন গ্রামের উন্নতি হলেই শহর এবং রাজ্য উন্নত হবে। এবং আলোচনার শুরুতেই তিনি বলেন রাজ্য সরকারের যে সকল নীতি কর্মসূচি গৃহীত হয় সেগুলিকে বাস্তবায়নে এবং জনগণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিভিল সার্ভিস অফিসার্স দের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এবং উনারা রাজ্য সরকারের কর্মসূচি গুলিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখেন এমনটাই মত ব্যক্ত করেন। তিনি  এদিনের বৃহৎ সংখ্যকের  মধ্যে  শীতবস্ত্র প্রদানে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানান। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা সদর এসডিএম অসীম সাহা জানান বিভিন্ন সময়ে তাদের এই সংগঠনটি দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যখনই বিভিন্ন যখনই কোনো কিছুর দাবি করা হয় উনাদের সংগঠনের পক্ষ থেকে সবাই মিলে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। সাম্প্রতিক কঠিন করোনাকালে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তাদের সংগঠন আট লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন বলেও তিনি জানান। আগামী দিনেও তারা সমাজের অসহায়দের পাশে এভাবেই দাঁড়াবেন বলে জানান।রবিবার কিল্লা সাইমুড়া এবং কলসীতে  অনুষ্ঠানটিকে সফল করতে গিয়ে উদয়পুর মহাকুমা শাসক অনিরুদ্ধ রায় এবং কিল্লা বিডিও অনিমেষ দেববর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

 

আরো পড়ুন