মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো  জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন।।
সোমেন সেন, উদয়পুর:  
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার।।
জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্নধার জালাল উদ্দিনের দরিদ্র সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকারকে সামনে রেখে শুক্রবার খুপিলং ও মনিথাং নিবাসী কন্যাদায় গ্রস্থ দুস্থ দুই পরিবারের হাতে দশ হাজার এক টাকা করে  মোট বিশ হাজার দুই  টাকা  তুলে দেয় এই সংস্থার পক্ষ থেকে জালাল উদ্দিন। এদিন  দুই ধর্মের দুই কন্যাদয়গ্রস্ত পিতার হাতে চেক তুলে দেন জালাল উদ্দিন।  এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী । ‌  তিনি  জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের এই জনদরদী  মানবিকতা বোধকে কুর্নিশ জানান।  
জালাল উদ্দিন  পূর্বে  বিভিন্ন সময়  জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একেরপর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ।  গত কয়েক মাস আগে এক দিব্যাঙ্গ মেয়ের পাশে দাঁড়িয়ে আশি হাজার টাকা খরচ করে একটি স্কুটি তুলে দিয়েছিলেন জালাল।

আরো পড়ুন