মথা সুপ্রিমো শুরু থেকেই বিজেপিতে।।

Tripura Public opinion:  ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন বারবার বলে আসছিলো গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে মথা বিজেপি সরকারের সঙ্গে থাকবে। কেন্দ্রে বিজেপি শক্তিশালী। ২৪ নির্বাচনেও বিজেপির সম্ভাবনা প্রবল। মথা সুপ্রিমো প্রদ্যোৎ মানিক্য ভালো জানেন বাম কংগ্রেস জোটের সঙ্গে গেলে মথার লাভের চাইতে লোকসানের আশংকা রয়েছে। তাই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন ও ধনপুর আসনে উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ছিলো।  কিন্তু বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপরা মথা সুপ্রিমো  প্রদ্যুৎ মানিক্যকে টেলিফোনের পর  সব জল্পনা কল্পনায় অনেকটাই জল ঢেলে দিল এমনটাই মনে করা হচ্ছে। সাংবিধানিক অধিকার আদায়ে ইন্টার লকিউটর  নিয়োগের সম্ভাবনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রদ্যুৎ।   মনে করা হচ্ছে অধ্যক্ষ উপাধ্যক্ষ নির্বাচন ও ধনপুর উপনির্বাচনের পূর্বে এই ইস্যুতে সমাধানের পথে এগোতে পারে বিজেপি এবং তিপরা মথা এবং তা যদি বাস্তবায়িত হয় তাহলে  মথার সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না ।   আর মথা বিজেপি সরকারে যোগ দিলে আগামী দিনে বিরোধী আন্দোলন মুখ থুবড়ে পড়তে পারে সেইসঙ্গে বাম কংগ্রেসে ধস নামতে পারে  বলে মনে কর হচ্ছে। যদিও মথা  হাইড এন্ড সিক খেলতে শুরু করেছে।গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে সরকারে না গিয়ে বিরোধী জায়গায় অবস্থান করবে মনে করা হচ্ছে।  

আরো পড়ুন