উদয়পুরে মাংস বাজারের বেহাল দশা!

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার, উদয়পুর:
উদয়পুর মাংস বাজারে দুর্গন্ধে  অস্থির ক্রেতারা।  চকবাজারস্থিত মাছ বাজারের উপর দ্বি তলে রয়েছে মাংস বাজার।  কিন্তু বাজারে ক্রেতাদের ঢুকে মাংস কেনার কোন উপায় নেই। এতটা দুর্গন্ধ যে নাকে রুমাল দিয়েও  আটকানো যায় না।  একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। মাংস বাজারে  উপরে টিনের চাল দিয়ে জল পড়ে। প্রায় কুড়ি বছর আগে তৈরি হয়েছিল একতল বিশিষ্ট মাছ-মাংসের এই বাজারটি।  প্রাচীন এই চকবাজারের উল্লেখ রাজন্য আমলেও পাওয়া যায়। কিন্তু রাজতন্ত্র থেকে গনতন্ত্রে উত্তরণের দীর্ঘসময় পরেও  চকবাজারের বিশেষ কোনো পরিবর্তন বা  পরিবর্ধন হয়নি।  দীর্ঘ সময়  প্রথমে নোটিফাইড এরিয়া অথরিটি পরে নগর পঞ্চায়েত তার পরবর্তীতে পৌরসভা পরিচালনার দায়িত্বে ছিলো বামেরা। মাঝখানে শুধুমাত্র পাঁচ বছর কংগ্রেস পরিচালিত নোটিফাইড এরিয়া অথরিটি ।  ২০১৮ সালের পূর্বে সবটা সময় বামেদের দখলে ছিল। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি। তারপর ২০১৯-২০ থেকে বিজেপি সরকার উদয়পুর পৌরসভার দায়িত্বে রয়েছে।  কিন্তু এই আমলেও পৌরসভার অধীন এই বাজারটি বেহাল অবস্থায় রয়েছে। অপরিচ্ছন্নতা  অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনা রাজন্য যুগের এই চকবাজারের ভাগ্যের বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।  শোনা যায় এই চকবাজারে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পিতা দর্জির কাজ করতেন।  স্বাভাবিক কারণেই মানিক সরকার ও এই চকবাজারের অলিতে গলিতে একটা সময় ঘুরেছেন।  কিন্তু মানিক সরকার ও ওনার পিতার স্মৃতির সঙ্গে জড়িত এই বাজারের দশা ও দিশা পরিবর্তনে  মুখ্যমন্ত্রী  হয়েও কোন ভূমিকা নেওয়ার প্রয়োজন মনে করেননি।  তাই রাম বাম দুই আমলেই চকবাজার রয়েছে সেই চক বাজারেই। TRIPURA PUBLIC OPINION NEWS ফেইসবুকে ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।।

আরো পড়ুন