উদয়পুর পুর পরিষদের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ!

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার:
বিকল্প ব্যবস্থা ছাড়াই পৌর পরিষদের হকার অভিযানের বিরুদ্ধে মুখ খুলছে বাজারের ক্ষতিগ্রস্ত অস্থায়ী ব্যবসায়ীরা। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে কংগ্রেস ময়দানে নেমে পড়েছে।  হকারদের পক্ষ হয়ে সোমবার পৌর পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও ধরনা প্রদর্শন করে গোমতী জেলা  ‌ কংগ্রেস। তাদের বক্তব্য  হচ্ছে নির্দিষ্ট পার্কিং জোন না থাকায় বাজারে ট্রাফিক জ্যাম লেগে থাকে। । গাড়ি বাইক  যত্র তত্র পার্কিং।  এতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হয়। তাছাড়া উদয়পুরে ট্রাফিক ব্যবস্থার কোন অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।  কংগ্রেস ও অভিযান করেছে যদিও সোমবার  শাসকদলীয়  কোন রক্ত চক্ষুর  শিকার হতে হয়নি তাদের।  বিক্ষোভ প্রদর্শন করে তাদের  গুটি গুটি পা ফেরত যেতে হয়েছে। এতে স্পষ্ট বুঝা গেল বিজেপি  গোমতী জেলা নেতৃত্বরা ভুল থেকে শিক্ষা নিয়েছে।  বিরোধী দল কংগ্রেসের  ধরনা ও বিক্ষোভ মিছিল ছিল শান্তিপূর্ণ। এদিকে উদয়পুর শহরে ট্রাফিকের কাজ হচ্ছে শুধু বাজারে লোকজন ঢুকলে তাদের  নানা অজুহাতে জরিমানার রশিদ ধরিয়ে দেওয়া।  ট্রাফিক ব্যবস্থা শুধরানোর চাইতে জরিমানাটা ই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য। এর ফলে সন্ধ্যার পরে ভয়ে মানুষজন বাজারে আসতে চায় না। এমনিতেই  করোনার পরবর্তী সময় থেকে উদয়পুর বাজারে ক্রেতা সংকট চলছে। ছোট খাটো ব্যবসায়ীদের করুন অবস্থা !  যত্রতত্র পার্কিংয়ের কারণে রাস্তায় হাঁটাচলা দায়। ফলে মানুষ শহরে ঢুকতে চায় না । আশেপাশের চৌমুহনী বাজার গুলিতে তাদের প্রয়োজনীয়  কেনাকাটা করতে দেখা যায়। একমাত্র  প্রচন্ড যানজটের সমস্যার কারণে একটা অংশ এখন শহরমুখী হতে চায় না।এদিকে পৌর পরিষদের বুলডোজার  অভিযানের ফলে  সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত হকার এবং ছোট ব্যবসায়ীদের বক্তব্য সরকার বাজারের পরিকাঠামো এবং বিকল্প ব্যবস্থা না করে শুধুমাত্র বুলডোজার চালিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে! এভাবে চলতে থাকলে এই সমস্যার সমাধান  কোনদিন হবে না। বিগত বাম আমলেও  ব্যবসায়ীদের ঘাড়ে দোষ চাপিয়ে তারা বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। কিন্তু এই চকবাজার সহ গোটা বাজারটির  উন্নয়নের  সুনির্দিষ্টভাবে কোন চেষ্টাই তারা করেনি।  গত সাত বছর ধরে একই পথে হাঁটছে বর্তমান পৌর পরিষদ। ফলে উদয়পুর পৌরবাসী  অনেকটা নিরাশ। 

আরো পড়ুন