টেপানিয়া ব্লকের পঞ্চায়েত ভোট প্রস্তুতি।

পঞ্চায়েত ভোটে মহিলা কর্মী নেই! টেপানিয়া আর ডি ব্লকে গোমতী জিলা পরিষদের ৪ টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি ।
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার,উদয়পুর : টেপানিয়া আর ডি ব্লকের অধীন  পঞ্চায়েতে  ২০৩ টি আসন ও পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।‌ শুধুমাত্র ভোট হচ্ছে গোমতী জিলা পরিষদের ৪টি আসনে।
মঙ্গলবার ভোট কর্মীরা প্রত্যেকে  তাদের ভোট সামগ্রী পরীক্ষা নিরীক্ষা করতে যথা সময়ে টেপানিয়া ব্লকে উপস্থিত হয় ।  গোমতী জেলার ১, ২, ৩,  ও  ৪  নং আসনে  ৮ আগস্ট সারা রাজ্যের সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।  টেপানিয়া আরডি ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্ত  জানান 
মোট ভোট গ্রহণ কেন্দ্র ৮৩ টি এবং মোট ভোট কর্মী ৫৬৪ জন ।
পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে ভোট গ্রহণ না হলেও প্রস্তুতি কিন্তু একই  নিতে হচ্ছে। তবে এই পঞ্চায়েত নির্বাচনে  মহিলা  কর্মীদের ভোটের কাজে যুক্ত করা হয়নি। তবে গোমতী জেলা পরিষদের চারটি আসনে মোট ভোটার ৪২৩৬৯ জন। এরমধ্যে ২১৬০০ পুরুষ ভোটার এবং বাকি নারী ভোটার।

আরো পড়ুন