নিকাশি ব্যবস্থা পরিদর্শন করলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহরায় ।
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্ট, উদয়পুর:
অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় উদয়পুর শহরের ড্রেনেজ ব্যবস্থাকে পরিদর্শন করলেন। নিস্কাশন ব্যবস্থাকে আধুনিক ও পরিকল্পিতভাবে উন্নীত করার লক্ষ্যে, ব্রিজ কর্নার থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা জাতীয় সড়কের মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার থেকে ইতিমধ্যেই ২২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে এবং বর্তমানে এই প্রকল্পের কাজ চলছে।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়কগণ, পিডব্লিউডি সচিব, ডিএম গোমতী, ইডি এনএইচআইডিসিএল, ডিজিএম এনএইচআইডিসিএল, প্রধান প্রকৌশলী, এসডিএম ত্রিদিব কান্তি সরকার , সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্যান্যরা উদয়পুর সাব ডিভিশনের ব্রহ্মাবাড়ি এলাকা পরিদর্শন করেছেন।
গত ২০২৪ সালে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে নিকাশী ব্যবস্থার ত্রুটি পরিলক্ষিত হয়েছিল। তারপরই উদয়পুর জাতীয় সড়ক থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত ড্রেনেজ সিস্টেমকে উন্নয়নের লক্ষ্যে ২২ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়। যদি গত এক বছরে কাজের তেমন অগ্রগতি চোখে পড়েনি। ইতিমধ্যেই প্রাক বর্ষাতেই আগরতলা খোয়াই কৈলাসহরে বন্যা পরিস্থিতি। উদয়পুরের প্রস্তুতি খতিয়ে দেখলেন সপার্ষদ অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।