আত্মহত্যা করেছে নব বিবাহিত যুবক!

আত্মঘাতী নব বিবাহিত যুবক! 
উদয়পুর প্রতিনিধি: 
পারিবারিক বিবাদের জেরে ৩৫ বছরের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী এই যুবকের নাম দীপঙ্কর পাল। বাড়ি মাতাবাড়ি এলাকায়। ঘটনা শনিবার রাতে।  পরিবারের লোকজন  বিষ পানের  ঘটনা টের  পেয়ে  গোমতী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মঘাতী যুবকের স্ত্রীর অভিযোগ, শ্বাশুড়ি অষ্টমী পাল বাড়িতে অশান্তি দিতো। পেশায় একজন আটো চালক দীপঙ্কর পাল পারিবারিক অশান্তির জেরে  এই পথ বেছে নিয়েছে বলে স্ত্রী দাবি করছেন।  গোমতী জেলা হাসপাতালে নববিবাহিত দীপঙ্করের আত্মহত্যার ঘটনায় স্ত্রী কান্নায় ভেঙে পড়েন!  তিনি জানান এক বছর হয়নি  তাদের বিয়ে  হয়েছে ।  এলাকাবাসীর বক্তব্য  মা  ও স্ত্রীর  ঝগড়া ঝাটির অশান্তির কারনেই দীপঙ্কর  সম্ভবত আত্ম  হত্যা করেছে।  পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।

আরো পড়ুন