উদয়পুর প্রতিনিধি:
১৫ হাজার টাকার বিনিময়ে মাসে ২৬ থেকে ৩৫ হাজার টাকা বেতনে চাকরি ! হ্যাঁ ঠিকই শুনছেন। আর চাকরির নাম শুনেই টাকা নিয়ে হাজির হয়ে যাচ্ছেন বেকার যুবক যুবতীদের পিতা মাতা। একটি বেসরকারি ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ১৫ থেকে ৪৫ হাজার টাকা করে নিয়ে নিয়েছে দিদির রাজ্য থেকে আগত ষাট উর্দ্ধ এক ব্যক্তি। তিনি নিজেকে আবার নীতি আয়োগ ও এম.এইচ.ও এর আজীবন সদস্য বলে পরিচয় দিচ্ছেন। কথা বার্তায় অসংলগ্নতা ও ব্যাংকে চাকরি পাইয়ে দেয়ার বিনিময়ে অর্থ সংগ্রহ করার ঘটনা প্রমাণিত হওয়ার পর সাতকুড়ি ঘোষাল নামে ওই ব্যাক্তিকে সাধারন প্রশাসনের সঙ্গে কথা বলে আর কে পুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে করোনা পরবর্তীতে অনেকের কাছ থেকেই বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে টাকা সংগ্রহ চালিয়ে যাচ্ছেন এই সাতকুড়ি ঘোষাল নামে কলকাতার ওই ব্যক্তি। এই ঘটনায় স্থানীয়দের ও যোগ সাজেশ রয়েছে এমন তথ্য উঠে আসছে। ইতিমধ্যে অভিযুক্ত এই ব্যক্তির নামে রাজ্যের একাধিক ব্যাংকে একাউন্ট ও রয়েছে । পুলিশি উপযুক্ত তদন্তে সব রহস্য বেড়িয়ে আসবে বলে মনে করা হচ্ছে।