উদয়পুর পুর পরিষদের  উদ্যোগে টাউন হলে  বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একদিনের কর্মশালা

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টারঃ উদয়পুর পুর পরিষদের  উদ্যোগে শনিবার  টাউন হলে  বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় ।   এদিনের কর্মশালায়  এনজিও এবং সেল্ফ হেল্প গ্রুপের প্রতিনিধিগনের উপস্থিতিতে বাড়ি বাড়ি আবর্জনা  সংগ্রহ প্রকল্পকে পুর এলাকায় সমপ্রসারনের লক্ষে  তথ্য ভিত্তিক বাড়ি ঘরের  বর্জ্য  সংগ্রহের বর্তমান অবস্থান নিয়ে   আলোচনা করেন পুর পরিষদের সিইও তথা  উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় । উপস্থিত ছিলেন পুর পিতা শীতল চন্দ্র মজুমদার এবং ডেপুটি সিইও জয়দীপ দেববর্মা প্রমুখ ।  21 টি ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের  উপস্থিতিতে পুর  পিতা শীতল  চন্দ্র মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে স্বচ্ছ ত্রিপুরা গড়ার আহ্বানকে সামনে রেখে উদয়পুর পুর পরিষদ কাজ করছে ।  লক্ষ্য  পরিচ্ছন্ন ও সবুজ উদয়পুর গড়ে তোলা। এদিন প্রজেক্ট রের মাধ্যমে  বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি প্রদর্শন করা হয় ।

আরো পড়ুন