কল্যান সাগর উন্মুক্ত করে দেওয়া হয়েছে।।

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার,উদয়পুর:  শনিবার  ৪৫ দিন পর  কল্যান সাগর  পুরোহিত পূজার্চনা ও শুদ্ধিকরণ এর মাধ্যমে  পুণ্যার্থীদের  জন্য খুলে দেওয়া হয়েছে।  উল্লেখ্য গত 12 জুলাই মাতাবাড়ি কল্যান সাগর দীঘিতে নর মুন্ডুর ঘটনায়  ৪৫ দিনের জন্য ভক্তদের জন্য কল্যাণ সাগর দিঘির জল ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল।  দিঘীর ঘাট ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।  এদিন প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন  ৪৫ দিন অতিক্রমের পর ধর্মীয় রীতি মেনে  মাতাবাড়ি কল্যাণ সাগর দিঘির জল শুদ্ধিকরণ করা হয়। তিনি বলেন কল্যাণসাগর দিঘি থেকে ১০৮ কলসি জল গোমতী নদীতে নিয়ে ফেলা হয়েছে এবং গোমতী নদীতে পূজার্চনা করে  ১০৮ কলসি জল এনে গঙ্গা পূজার মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠান করে কল্যাণ সাগর দিঘিতে ঢেলে জল শুদ্ধিকরণ করা হয় । এদিন মায়ের মন্দির চত্বরে অবিভক্ত দক্ষিণ জেলার ইসকনের পক্ষ থেকে হরি নাম সংকীর্তন অনুষ্ঠান করা হয়।   উপস্থিত ছিলেন গোমতী এবং দক্ষিণ জেলার প্রচারক করুনেশ্বর মাধব দাস ব্রহ্মচারী সহ অন্যান্য ভক্তরা।    দিঘি খুলে দিয়ে পুণ্যার্থীদের জন্য  দিঘির জল ব্যবহার শুরু হওয়াতে সকলের মধ্যে স্বস্তির বাতাবরণ বিরাজ করছে।

কারন কল্যাণ সাগর হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিশেষ আকর্ষণ।  এখানে কচ্ছপ এবং মাছদের বিস্কিট সহ অন্যান্য খাবার খাইয়ে ভক্তরা তৃপ্তি অনুভব করেন।  কিন্তু গত ৪৫ দিন ধরে নর মন্ডু  উদ্ধারের ঘটনার পর থেকে ভক্তরা কল্যাণ সাগরে প্রবেশ করতে পারেননি।  অবশেষে ৪৫ দিন পর দীঘি সকলের জন্য খুলে দেওয়ায় ব্যবসায়ী থেকে শুরু করে ভক্তদের মধ্যে খুশির হাওয়া ।

আরো পড়ুন