চন্দ্রপুর কলোনী আশ্রমে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৯ তম জন্ম উৎসব।।

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার,

উদয়পুর: গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৯ তম জন্ম উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী  ৪৮ তম নাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয় চন্দ্রপুর কলোনী শ্রী শ্রী গৌর আশ্রমে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন ।  উপস্থিত ছিলেন আশ্রমের সেবাইত  অলকানন্দ গোস্বামী, উৎসব কমিটির সভাপতি চন্দনময় ভৌমিক, সম্পাদক মধুসূদন মজুমদার, কোষাধ্যক্ষ নিখিল সূত্রধর এবং সমাজসেবক বিনয় দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব প্রণব ঘোষ প্রমুখ। তাছাড়া এদিন এলাকার প্রায় ৩০ জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে উৎসব কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়।  এখন থেকে প্রায় আটচল্লিশ বছর আগে ১৯৭৭ সালে আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী পরমানন্দ ব্রজবাসী গোস্বামী  এই আশ্রম প্রতিষ্ঠা করেন এবং নাম যজ্ঞ  সূচনা করেছিলেন।  

 

আরো পড়ুন