অভিযুক্ত গোমতি জেলা বিজেপির কোষাধ্যক্ষ.. জামিন অযোগ্য ধারায় মামলা ।।
ওটিপিসির বহি রাজ্যের প্রজেক্ট কন্ট্রাক্টরকে মারপিটের অভিযোগে দলীয় পদ খোয়ালেন নেতা।।
 
গোমতী জেলা বিজেপির কোষাধ্যক্ষ বাবুল দেবকে দলের সব ধরনের পদ থেকে অপসারণ করা হয়েছে। ওনার বিরুদ্ধে  ওটিপিসির একটি প্রজেক্টে কর্মরত প্রতিবেশী রাজ্য আসামের গৌতম সাইকিয়া নামে এক কন্ট্রাকটরকে মারপিট করে লুটপাটের অভিযোগ  উঠেছে। উনার বিরুদ্ধে আর কে পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  ঘটনার এক সপ্তাহের মধ্যে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত বাবুল দেবকে দলের সব ধরনের পদ থেকে অপসারণের ঘোষণা দিল গোমতী জেলা নেতৃত্ব। মঙ্গলবার ব্রহ্মাবাড়ি স্থিত বিজেপি জেলা কার্যালয়ে  গোমতী জেলা বিজেপির অফিস সম্পাদক ত্রিদিব দাস জানান বাবুল দেবের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠায়  দলের সিদ্ধান্ত অনুসারে আপাতত তাকে  দলের সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন দলের কর্মী বা কোন নেতৃত্ব যদি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিন সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি বিস্তৃত না জানালেও ওটিপিসির প্রজেক্ট এর সঙ্গে যুক্ত ওই বহি রাজ্যের ঠিকাদারকে বাবুল দেব এবং উনার একজন সঙ্গী রাজু দাস মিলে মারধর করেন। এবং  তাদের বিরুদ্ধে মানিব্যাগ গলার চেইন একটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। 
 ঘটনার পরই আর কে পুর থানায়  বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। যার নম্বর ৮/২০২১।  তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যেহেতু বাবুল দেবের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে এবং গোটা বিষয়টি  নিয়ে পুলিশি তদন্ত চলছে তাই দলের সিদ্ধান্ত অনুসারে অভিযুক্ত গোমতি জেলা বিজেপির কোষাধ্যক্ষকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি এটাও উল্লেখ করেন বাবুল দেব যদি দোষী বা নির্দোষ প্রমাণিত হন তার পরেই দল  তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।   
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে আসামের কন্ট্রাকটর  গৌতম সাইকিয়ার  সঙ্গে  ওটিপিসির  কাজে যুক্ত থাকার সুবাদে বহু আগে তাদের পরিচিতি গড়ে ওঠে। কিন্তু যতটুকু জানা গেছে আসামের ওই কন্ট্রাক্টর ওটিপিসির সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হলে বাবুল দেবের সঙ্গে বাণিজ্যিক লেনদেন গড়ে ওঠে। কিন্তু ওটিপিসির ওই প্রজেক্ট কন্ট্রাক্টর  নির্ধারিত প্রজেক্ট শেষে আর্থিক লেনদেন বকেয়া রেখে দিয়ে চম্পট দেন।
বাবুল দেব অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও আসামের কন্টাকটার বাবু কোন সাড়া দেননি। গত কিছুদিন আগে ওটিপিসিতে একটি প্রজেক্ট এর কাজে আসবেন জেনে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন বাবুল ও উনার সঙ্গীরা। 
তবে ওই প্রজেক্ট কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে গত বৃহস্পতিবার উনারা  পূর্ব লেনদেনের হিসেব-নিকেশ কোন এক জায়গায় বসে মিটমাট করবেন বলে কথা দেন। কিন্তু অপেক্ষা করতে করতে কন্টাকটার গৌতম বাবুকে না পেয়ে বাবুল দেব সোজা চলে যান ওটিপিসির এর মূল গেইটে এবং ওই কন্টাকটার জন্য অপেক্ষা করতে থাকেন। সেদিন দুপুর ২ টা নাগাদ কন্ট্রাকটর ওটিপিসির গেইট থেকে বের হওয়া মাত্র বাবুল দেব উনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারধর করতে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য।
সেখানে ওটিপিসির সুরক্ষায় নিয়োজিত পুলিশ কর্মীরা এগিয়ে আসলে বাবুল দেব সেখান থেকে চলে যান। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি এদিন বিকেল নাগাদ উদয়পুর রয়েল ইন হোটেলের সামনে ওই কন্টাকটারকে আটক করেন বাবুল দেব এবং উনার সঙ্গে আরো দুই একজন ।  বাবুল বাবু ওই কন্টাকটার কে পূর্বের লেনদেন চুকিয়ে দিতে ধমকি হুমকির সুরে উচ্চ বাচ্য করেন ।  এরপরই ঘটনাটি হাতাহাতি পর্যন্ত গড়ায়।  প্রত্যক্ষদর্শীদের মতে  আসামের কন্ট্রাক্টর গৌতম বাবু কে  বেদম মারধর করেন বাবুল দেব ও তার সঙ্গী রাজু দাস। যদিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে স্বর্ণের চেইন মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিয়ে তারা সন্দিহান।  এদিকে আসামের কন্ট্রাক্টর গৌতম সাইকিয়া সেখানের  মন্ত্রীর অতি ঘনিষ্ঠ । 
স্বাভাবিক কারণেই রাজ্য বিজেপির উপর একটা বাড়তি চাপ ছিল বলা চলে। যদিও গোটা ঘটনাটি তদন্তের ফলে দেখা গেছে ওটিপিসি অধীনস্থ  ওই প্রজেক্ট কন্ট্রাকটর বাবু  সুবিধাজনক লোক এটা হলফ করে বলা যাচ্ছে না। ঘটনার পরে যখন উনাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে উনার নাম জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নামটাও পরিষ্কারভাবে বলতে পারছিলেন না । প্রচন্ড নেশায় আসক্ত অবস্থায় উনাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। 

আরো পড়ুন