ত্রিপুরায় দুয়ারে রাজ্যের সাধারণ প্রশাসন।

অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে গোমতী জেলার ৫টি স্ব সহায়ক দলকে মোবাইল ভ্যান প্রদান।। 

 ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার:
এবার দুয়ারে রাজ্যের সাধারণ প্রশাসন! প্রশাসনিক নথিপত্র একেবারে হাতের নাগালে। বুধবার গোমতী জেলার টিআরএলএম  থেকে মোবাইল কমন সার্ভিস সেন্টারকে সার্ভিস ভ্যান প্রদান করা হয়। সিএলএফ ও  ভিও  মেম্বারদের সিএস সি ২.০  প্রকল্পে ৫ টি ভ্যান প্রদান করা হয়েছে। উদয়পুর টাউন হলে  এদিন গোমতী জেলার ভলান্টারি অর্গানাইজেশনের ওয়ার্কার্স  বিরাট সংখ্যক  উপস্থিত ছিলেন।  সবুজ পতাকা নাড়িয়ে মোবাইল সার্ভিস ভ্যান যাত্রার ফ্ল্যাগ অফ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।  উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জীতেন্দ্র মজুমদার, উদয়পুর গোমতী জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা শাসক জি ময়ূর রতিলাল এবং অতিরিক্ত জেলা শাসক শ্রী সুমিত লোধ প্রমুখ। 
সরকারের এই উদ্যোগ থেকে বলা যায় তাহলে কি  অফিসে গিয়ে দৌড়ঝাঁপ করার দিন শেষ?  মনে করা হচ্ছে রাজ্য সরকার  এ পথেই হাঁটছে।  বিজেপি শাসিত মানিক সাহার সরকার স্ব-সহায়ক  দলের মাধ্যমে  রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে  দ্রুত পৌঁছে দেবে সরকারি নথিপত্র। এই লক্ষ্যে গোমতী জেলায়  ইতিমধ্যে  কাজ শুরু হয়ে গেছে।  রাজ্য সরকার এক দুই করে প্রত্যেকটি  ব্লকে সর্ব সুবিধাযুক্ত আধুনিক ভ্যান স্ব সহায়ক দলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের কাজ হবে  প্রশাসনিক যে নিয়ম রয়েছে আনুসাঙ্গিক কাগজপত্র সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথিপত্র বানিয়ে দ্রুত তাদের হাতে পৌঁছে দেওয়া। এতে  ব্লকের অধীনে থাকা গ্রামীণ পরিবার গুলোকে গুরুত্বপূর্ণ নথিপত্র বানাতে আর  আগের মতো অফিসে গিয়ে হন্যে হয়ে পড়ে থাকতে হবে না।  বুধবার উদয়পুর টাউন হলে অর্থ মন্ত্রী  প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে প্রথম ধাপে গোমতী জেলার ৫ যথাক্রমে কিল্লা, অমরপুর, অম্পই, করবুক ও শিলাছড়ি এই ৫টি ব্লকের ৫টি স্ব সহায়ক দলের হাতে এই অত্যাধুনিক ভ্যান তুলে দেওয়া হয়।

আরো পড়ুন