অমৃত ভারত স্টেশন উদয়পুর।  ভার্চুয়াল শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার, উদয়পুর:

অমৃত ভারত স্টেশন প্রকল্পে  প্রথম ধাপে ৫০৮ টি স্টেশনের ভার্চুয়াল শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এর মধ্যে ত্রিপুরায় তিনটি স্টেশনকে আধুনিকীকরণ করা হবে। এই তিন স্টেশন হচ্ছে ধর্মনগর, কুমারঘাট, উদয়পুর।  মোট ৯৬ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে উদয়পুরে ব্যয় করা হবে প্রায় ৩৩ কোটি ৮০ লক্ষ টাকা।  ধাপে ধাপে মোট ১৩০০ রেল স্টেশনের  পরিকাঠামোর আধুনিকীকরণ করা হবে।  উদয়পুরে আজ মঞ্চে অমৃত ভারত মহোৎসবের অঙ্গ হিসেবে  বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সৈনিক মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া  ও ২০২৩ পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিক্রম বাহাদুর জমাতিয়া  ও রেলের আধিকারিকগণ।  সাংসদ প্রতিমা ভৌমিক  অনুষ্ঠান মঞ্চে বলেন নর্থ ইস্টে ১৮৮১ সালে গৌহাটিতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়। তার ১৩৫ বছর ২০১৬ সালে আগরতলা আসে  ব্রডগেজ রেল। তিনি বিগত বাম শাসনকে রেলে এতদিন পিছিয়ে থাকার জন্য দায়ী করেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যাত্রি স্বাচ্ছন্দ্য , বেটার কানেক্টিভিটি,  দিব্যাঙ্গদের জন্য  অধিক সুবিধা প্রদান,  পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, স্টেশনের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা ও অধিক পরিমাণে  রেল চলাচলে যাত্রী সুবিধা প্রদান অমৃত ভারত স্টেশন প্রকল্পের লক্ষ্য।  স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় বলেন প্রকল্প বাস্তবায়ন হলে গোটা এলাকার চেহারা আরো বেশি পাল্টে যাবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর। ড: মানিক সাহার নেতৃত্বে রাজ্যে রেল,  বিমান পরিষেবা ও রেল যোগাযোগ ব্যবস্থার  সার্বিক উন্নতি সম্ভব হয়েছে। তিনি বলেন  মুখ্যমন্ত্রীর  আন্তরিক প্রচেষ্টায়  সহসাই শুরু হচ্ছে আন্তর্জাতিক রেল ও আন্তর্জাতিক বিমান পরিষেবা। উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে অন্তর্ভুক্ত করায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী য়েক বছরের মধ্যেই দেশের প্রত্যেকটি ট্রেন বিদ্যুৎ শক্তির মাধ্যমে চলতে শুরু করবে। তাতে রেল হবে পরিবেশ বান্ধব ‌।

আরো পড়ুন