সাতদিনব্যাপী চলবে গোমতি জেলা ভিত্তিক শিশু উৎসব
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, উদয়পুর: বুধবার উদয়পুরে শুরু হলো গোমতি জেলা ভিত্তিক শিশু উৎসব। উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে শিশু উৎসব ও মেলা এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো । শিশু উদ্যানে ১৫ থেকে ২১ জানুয়ারি এই সাতদিনব্যাপী চলবে শিশু উৎসব ও মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিশু উৎসব '২০২০'এর উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দফতরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রনজিৎ দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী। তাছাড়া ছিলেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর দাস, সমাজসেবী পদ্মমোহন জমাতিয়া প্রমুখ । এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃনাল কান্তি ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুবীর দাস। এদিন কৃষি পরিবহন ও পর্যটন দফতরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন শুধু পিতা মাতা নয় একটি দেশের সরকারেরও দায়িত্ব শিশুদের একটি সুস্থ সুন্দর পরিবেশ গড়ে দেওয়া । কারন তারাই হবে রাষ্ট্রের সম্পদ। তাদের মেধার পরিপূর্ন বিকাশে ভালো পরিকাঠামোর কথা তিনি বলেন । গত বছরের প্রতিশ্রুতি মতো শিশু উদ্যান নতুন আঙ্গিকে সেজে উঠেছে । তিনি বলেন জগন্নাথ দিঘির সংস্কার চলছে । সে সঙ্গে কিছু দিনের মধ্যেই দিঘির উত্তর পাড়ে শিশুদের বিনোদনের লক্ষে একটি অত্যাধুনিক শিশু উদ্যান গড়ে তুলতে কাজ শুরু হবে। তিনি অবিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুরা নিজেরা নিজেদের মত বেড়ে উঠবে । তাদের উপর পড়ালেখার নামে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া অনুচিৎ। শিশুরা নিজেদের আগ্রহ ও স্বকীয় বৈশিষ্ট্য অনুসারে সেই বিষয়কে নিয়ে এগিয়ে গেলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে । এই বিষয়টি পিতা মাতাকে লক্ষ্য রাখতে আহ্বান জানান তিনি। তাছাড়া বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রনজিৎ দাস ও পুরপিতা শীতল চন্দ্র মজুমদার শিশু উৎসব মঞ্চে এদিন গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন । এবং উদ্বোধনী মঞ্চে সিসিআরটি থেকে স্কলারশিপ প্রাপ্ত বারোজনকে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিবর্গ ।