চার দফা দাবিতে উদয়পুর মহকুমা শাসককের নিকট বামেদের ডেপুটেশন।।

ত্রিপুরা পাবলিক ওপিনিওন রিপোর্টারঃ 

দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে চার দফা দাবিতে উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম, আরএসপি,ফরওয়ার্ড ব্লক ও সিপিআইএমএল এই চারটি বামপন্থী দল। এদিন প্রতিনিধি দলে ছিলেন মানিক বিশ্বাস, স্বপন কুমার দাশ, শ্রীকান্ত দত্ত ও পার্থ কর্মকার। উদয়পুর সিপিএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতৃত্ব মানিক বিশ্বাস বলেন করোনা সংক্রমণে অতিমারী পর্যায়ে লকডাউন ও আনলক-১ এ সরকারি ও স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধে দেশব্যাপী সাধারণ মানুষের কর্মহীনতা বেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিপিএম নেতৃত্ব। এদিন প্রাক্তন বিধায়ক মাধব সাহা পরিবহনে বর্ধিত ভাড়া  এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টির দিকে গুরুত্ব আরোপ করতে  দাবি জানান ।তাছাড়া আয়কর প্রদানের আওতায় নেই এমন পরিবারকে বিনামুল্যে রেশন এবং ৭৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য দাবি জানান সিপিআইএম নেতৃত্ব মানিক বিশ্বাস।উল্লেখ্য ইতিমধ্যে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার সহ সাত দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি । উদয়পুর জামতলা সিপিএম পার্টি অফিসের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বুকে দাবি সম্বলিত পোস্টার ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন নেতৃত্বরা। এদিন ৭ দফা দাবি সম্বলিত কর্মসূচিতে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি'র রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক বক্তব্য রাখেন। বাম বিধায়ক এদিনের প্রতিবাদ কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে পুলিশের দিকে আঙ্গুল তুলেন। তিনি বলেন, বিজেপি গোটা রাজ্যে প্রকাশ্যে মিছিল সমাবেশ করলে পুলিশের কোন সমস্যা নেই। অথচ জনগণের দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে বামপন্থীদের কর্মসূচীতে বাঁধা দিচ্ছে পুলিশ। বিশেষ করে উদয়পুরে এই প্রবণতাটা বেশি পরিলক্ষিত হচ্ছে এমনটাই  রতন বাবুর অভিযোগ।

আরো পড়ুন