উদয়পুরে  মহিলা মোর্চার সমাবেশে মুখ্যমন্ত্রী।
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার উদয়পুর: 
উদয়পুরে মহিলা মোর্চার সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে আপ্লুত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুপুর দুইটায় মুখ্যমন্ত্রী জনসভায় উপস্থিত থাকার কথা থাকলেও অন্যত্র দলীয় কর্মসূচি থাকায় রমেশ স্কুল মাঠে এসে পৌঁছাতে চারটে বেজে যায়। কিন্তু দুপুর একটা থেকে আরকেপুর মন্ডলের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা মিছিল করে সমাবেশ স্থলে আসতে শুরু করে। অনেকে তিন থেকে চার ঘণ্টা মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এদিন রাজ্যে নারী সশক্তিকরণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন প্রকল্প এবং সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন এখন আর মহিলাদের দাবি আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হয় না। মা-বোনদের জলের সমস্যা দূর করতে অটল জলধারা মিশনে বাড়ি বাড়ি নলকূপ পৌঁছে যাওয়ার কথা বলেন। চাকরিতে নারীদের প্রাধান্য এবং ৩৩ শতাংশ রিজার্ভেশন বিপ্লব দেব সরকারের সদিচ্ছার উদাহরণ বলে উল্লেখ করেন। সাম্প্রতিক রাজ্য সরকার যে টিএস আর নিয়োগ করেছে সেখানে উচ্চশিক্ষিতা মহিলারাও অংশগ্রহণ করেছেন তার প্রশংসা করেন। বর্তমান সরকার নারী বান্ধব সরকার বলে দাবি করেন। বিগত বাম সরকার মেকি নারী দরদী বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি বামেদের সবচেয়ে বড় নারী শোষণকারী বলে আখ্যায়িত করেন।
তবে ২০১৮ এর ৩ মার্চ বিজেপি ক্ষমতায় আসার পর এত বড় বিজেপির দলীয় কর্মসূচি উদয়পুরে বিশেষ করে গনসংগঠনের উদ্যোগে  এমনকি গোমতি জেলায় হয় নি । এদিন  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, আরকেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস। এবং মহিলা মোর্চার নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝর্না দেববর্মা  (রাজ্য মহিলা মোর্চার সভাপতি) আর কে পুর মহিলা মন্ডল এর সভাপতি শুক্লা মজুমদার ও সম্পাদক ভ্রমর সোম প্রমুখ।
তবে যে সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন এর মধ্যে মামাবাড়ি বিধায়ক বিপ্লব কুমার ঘোষের নাম উল্লেখ না থাকলেও তিনি অনুষ্ঠান মঞ্চে হাজির থাকেন। এ বিষয়টি নিয়ে দলীয় কার্যকর্তাদের মধ্যে ফিসফিস শোনা গেছে।  তবে গত ১০ মার্চ  উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির জয়ের পর রাজ্যের দলীয় কর্মসূচিতে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরো পড়ুন