ভুবনেশ্বরী মন্দির জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছে। 

TRIPURA PUBLIC OPINION : ৭৫ তম স্বাধীনতা বর্ষপূর্তি এবং ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইজল শাখার উদ্যোগে ভুবনেশ্বরী মন্দির সহ ঊনকোটি এবং রাজ্যে বিদ্যমান আইজল শাখার বিভিন্ন মনুমেন্ট গুলিতে  একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। তিরঙ্গার রঙ্গে ইলিউশনে  ভুবনেশ্বরী মন্দির আলোয় ঝলমল করছে।  প্রসন্নকুমার দীক্ষিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইজল শাখার সুপারইনটেনডেন্ট বলেন, ভুবনেশ্বরী মন্দির থেকে শুরু করে ঊনকোটি এবং উদয়পুরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইজল শাখার অন্তর্গত রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোকে সংরক্ষণে  যেমন জোর দেওয়া হয়েছে তেমনি এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ও ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন