মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে ধানের চারা রোপন। অনুষ্ঠান।
ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন রিপোর্টার,উদয়পুর:
সোমবার কাঁকড়াবন কৃষি মহকুমায় দক্ষিণ মির্জা পঞ্চায়েতে কৃষকের মাঠে ধানের চারা রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এলাকার কৃষকদের নিয়ে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন প্রদর্শনীর আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ । এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায়, জীতেন্দ্র মজুমদার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় , কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস , কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা প্রমুখ। সোমবার কৃষক লিটন দাসের জমিতে ভারী বর্ষাকে মাথায় নিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ কৃষি যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন করেন । পরবর্তী সময় বেলা তিনটা নাগাদ মির্জা বাজার সংলগ্ন এলাকায় কৃষক বন্ধু সেন্টারটি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী । এবং মির্জা কমিউনিটি হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয় । এদিন অনুষ্ঠানে কৃষি মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কৃষিকাজে শ্রমিকের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে। এর কারণ কৃষি কাজে শ্রমিক স্বল্পতা । এর ফলে কৃষি কাজ করতে গিয়ে কৃষকের সমস্যা তৈরি হচ্ছে । তার জন্য বর্তমান যুগে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে কৃষি ব্যবস্থা । তিনি বলেন রাজ্য সরকার কৃষকের ফসল এবং আয় দ্বিগুণ করতে যথাসাধ্য চেষ্টা করছে কৃষক কল্যাণ সেন্টারের সার কীটনাশক থেকে শুরু করে কৃষকের সব সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর। কৃষককে বর্তমান সরকার বিনামূল্যে যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। গত দুদিনের প্রবল বর্ষণের মধ্য দিয়ে সোমবার চারা রোপন অনুষ্ঠান এবং কৃষি যন্ত্রপাতি প্রদান কে ঘিরে স্থানীয় কৃষক দের মধ্যে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়েছে। অভিষেক দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন গত কয়েক বছরে এই এলাকায় কৃষি সম্প্রসারণে সরকার আন্তরিক ভাবে সহায়তা করে যাচ্ছে। কৃষিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে।